Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বৈন্যা রহিজ মোল্লা উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়ের  নামঃ  বৈন্যা  রহিজ মোল্লা   উচ্চ  বিদ্যালয়।

প্রতিষ্ঠাতাঃ  জনাব  নওশের আলী মোল্লা।

প্রথিষ্ঠাকালঃ ১৩ ই জানুয়ারী ১৯৭১ খ্রিষ্টাব্দ।     মরহুম      জনাব  নওশের আলী মোল্লা  ১৯৭১  খ্রিষ্টাব্দে তার বাবার নামে   অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৮৩ সনে  এটি পাঠ   দানের অনুমতি পায়।   ১৯৭৯  সনে বিভিন্ন শাখা খোলা হয়। বর্তমানে ৩৩৩ জন  ছাত্র ছাত্রী আছে। তাছাড়া নবম দশম শ্রেণীতে বিজ্ঞান, মানিবিক, ব্যবসা শিক্ষায়  পাঠদান করা হয়। বিদ্যালয়টি তে   ৩.৯৪ একর  জমি আছে  এবং সামনে এক সুবিশাল খোলার মাঠ আছে। এত  সসতা ষ্টোর , বঙ্গববন্ধু কর্নার  এবং  একটি   লাইবেরী আছে।  ১৯১৭ সনে  এস এসসি ও জেএসসি তে ১০০% শিক্ষার্থী  কৃতকার্য হয়। ২০১১ সনে জেএসসি পরীক্ষায় সাধারণ  গ্রেডে বৃত্তি  প্রাপ্ত হয়।  এই বিদ্যালয়টির  দক্ষিন পাস ঘেষে বয়ে  গেছে ইছামতি নদী। বিদ্যালয়টির  সাথে দেশের অন্যান্য প্রন্তের     সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।