বিশেষ অর্জন
বালিয়াখোড়া ইউনিয়নে বিশেষ অর্জন অনেক আছে। তার মধ্যে প্রথম হলো অত্র ইউনিয়ন পরিষদ ভবনটি আধুনিক দোতলা বিশিষ্ট ভবন যাহাতে রয়েছে উরে নিচ তলা মিলিয়ে ছোট-বড় ২০টি কক্ষ। এত নিচ তলায় অফিস কক্ষ,ইউনিয়ন ডিজিটাল সেন্টার ,কক্ষ চেয়ারম্যান কক্ষ এবং বড় একটি হল কক্ষ, এই কক্ষে বিচার-শালিশী এবং বিভিন্ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। তাছাড়া অত্র ইউনিয়নে কাচা পাকা অনেক রাস্তা রয়েছে । প্রতিটি গ্রামের সাথে ইউণিয়ন পরিষদ এমনকি অন্যান্য স্থানের সাথে সড়ক পথে ভাল যোগাযোগ। তাছাড়া মাননীয় প্রধান মন্ত্রি , জননেত্রী ,গরিব মানুষের বন্ধু শেখ হাসিনার উদ্দ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। এটি সফল হয়েছে অত্র ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে অর্থাৎ ঘরে ঘরে বিদ্যূতের বাতি জলছে। তাছাড়া শিক্ষার দিক হতে অত্র ইউনিয়ন পরিষদ অনেক এগিয়ে। খাদ্যশষ্য উৎপাদনে অত্র ইউণিয়ন অনেক এগিয়ে । এখান কার খাদ্য শষ্য বর্তমানে ঢাকা শহর সহ অনেক জেলায় সরবরাহ করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS