Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

   ইউনয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র.বালিয়াখোড়া ঘিওর,মানিকগঞ্জ।

স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের  ইউনিয়ন পর্যায়ের একটি অফিস। স্বাস্থ্য বিভাগীয় সকল কার্যক্রম এর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের জনসাধারনের স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করা হয়।

ছবি
label.column.field_office_cism

 ইউনিয়ন স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কেন্দ্রে মা ও শিশু দের টিকা প্রদান ,প্রসতিসেবা জন্মনিয়ন্তন সেবা,সাধারণ রোগের চিকিৎসা সেবা,বিনা মূল্রে ঔষুধ প্রদান, প্রয়োজনে রোগীকে উচ্চতর চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো , এই সমস্ত চিকিৎসা সেবা পেতে হলে রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে আসতে যেতে হয়।

সিটিজেন চার্টার

০৩নং বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ

ডাকঘরঃ পুখরিয়া,উপজেলাঃ ঘিওর,জেলাঃ মানিকগঞ্জ।

 

সেবাগ্রহিতা যে সব সেবা পাওয়ার অধিকার  সংরক্ষন করেন

সিটিজেন চার্টার

ক্রমিক নং

বিস্তারিত

০১

উপ-স্বাস্থ্যকেন্দ্রে আগত নারী-পুরুষ,বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্ত্য সেবা দেওয়া হয়।

০২

ডায়রীয়া রোগদের জন্য আরএম সরবারাহ করা হয়।

০৩

হাসপাতালে আগত প্রসুতি রোগীদের এন্টিনেনটাল চেকআপ সহ প্রয়োজনীয় উপদেশ পরামর্শ দেওয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

০৪

জাতীয় যক্ষা ও কুষ্ঠ  রোগ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের বিনামূল্যে ঔসুধ সরবরাহ করা হয়।

০৫

শিশু ও মহিলাদের ইপি আই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

০৬

উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য,পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

০৭

উপস্বাস্থ্য কেন্দ্রে আগত  কিশোর –কিশোরী ও সক্ষম দম্পত্তিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

০৮

প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে/সদর হাসপাতালে রেফার/পাঠানো হয়।

০৯

স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগী ও তাদের আত্নীয়-স্বজন স্বাস্থ্যসেবা সম্পর্কে  প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকগনের সাথে সহজে যোগাযোগ করতে পারেন।

১০

উপস্বাস্থ্য  কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশবোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।  এবং ঐ নোটিস বোর্ডে  প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১

সরবরাহ সাপেক্ষে ঔষুধ সমুহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়।তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ  স্বাস্থ্য কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হয়।

১২

বোর্ডে মজুদ ঔষধের তালিকা্,সেবা প্রদানকারী চিকিৎসকগনের তালিকা টানানো আছে।

label.column.field_projects

১) রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ  প্রকল্প

২) ডি.এস.এফ প্রকল্প(মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম)

যোগাযোগ

মোঃ কহিনুর আলম, উপসহকারী কমিউনিটি ম্যাডিক্যাল অফিসার,বালিয়াখোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্র,মোবইল নং ০১৭৬২৮৫২৮৭,বালিয়াখোড়া ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যান কেন্দ্র,ঘিওর,মানিকগঞ্জ।