Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

বালিয়ািখোড়া  ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ২ টি নদী।

১।নদীর নাম

উৎপত্তিস্থল হতে শেষ স্থলের বিবরন

দৈর্ঘ্য                

ইছামতি নদী

দৌলতপুর থানার জিয়নপুর যমুনা নদী থেকে এই শাখা নদী উৎপন্ন হয়ে খলসির বুক চিরে হিজুলিয়া গ্রামে এসে দুটি শাখা উৎপন্ন হয়ে একটি  পূর্বে ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীতে মিশেছে, আর একটি শাখা ঘিওরের ওপর দিয়ে কোশুন্ডা,পেচজারকান্দা , সাইংজুরী, জাবরা হয়ে তরা ব্রিজের নিকট হয়ে কালিগঙ্গা নদীতে গিয়ে মিশেছে।

বড়টিয়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৮ কিলোমিটার প্রায়

 

২।নদীর  নাম     ক্ষিরাই নদী 

ঘিওর উপজেলার  মাইলাগি গ্রামের ইছামতি নদী থেকে এই শাখা নদী উৎপন্ন হয়ে  মাইলাগির উপর দিয়ে বয়ে বালিয়াখোড়ার ইউনিয়নের ধূলন্ডী গ্রামে এসে এর নাম হয়েছে ক্ষিরাই নদী এরপর পাচুরিয়া,বৈন্যাপ্রসাদ,পুখরিয়া,জোকা হয়ে বানিয়াজুরী ইউনিয়ন এবং নালী এবং নবগ্রাম ইউনিয়নের উপর দিয়ে বয়ে মানিকগঞ্জের বেউথার কাছে কালিগঙ্গা নদীতে মিশেছে।

বালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৯ কিলোমিটার প্রায়

 

 

 

 

 

 

 

 

 

 

খালের বিবরনঃ                                                                                                                  

খালের নাম

উৎপত্তিস্থল হতে শেষ স্থলের বিবরন

দৈর্ঘ্য

১।সাইংজুরী কাটা খাল

সা্ংজুররি কাছে ইছামতি নদী থেকে শুরু করে পুরানগ্রাম পর্যন্ত

বালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৫ কিলোমিটার প্রায়

২।কোশুন্ডা কাটা খাল

কোশুন্ডার কাছে ইছামতি নদী  হতে বালিযাখোড়া গ্রামের উপর দিয়ে চৌবাড়িয়া চকে মিশেছে।

বালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৫ কিলোমিটার প্রায়

৩।জাবরা কাটা খাল

জাবরা বাজারের কাছেইছামতি নদীর সহতে দূর্গাবাড়িী বগাধর বিল পর্যন্ত

বালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৩ কিলোমিটার প্রায়

৪।পুখরিয়া কাটা খাল

পুখরিয়ার কাছে ক্ষিরাই নদী  হতে বাষ্টিয়া ও ভট্টবাড়ী চক পর্যন্ত

বালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৩ কিলোমিটার প্রায়

৫।ধূলন্ডী কাটা খালধূলন্ডীর কাছে  ক্ষিরাই নদী হতে ভালকুটিয়া চক পর্যন্তবালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ৪ কিলোমিটার প্রায়
৬।ভালকুটিয়া কাটা খালবালিয়াখোড়ার কাছে কোশুন্ডা খাল হতে ভালকুটিয়ার উপর দিয়ে বাষ্টিয়া পর্যন্তবালিয়াখোড়া ইউনিয়নের ওপর দিয়ে আনুমানিক ২ কিলোমিটার প্রায়