বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ ভবনটিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তার একটি অফিস রয়েছ্। এবং অত্র ইউনিয়নে ৩ টি কষি ব্লক রয়েছে এবং প্রত্যেকটি ব্লকের জন্য একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। তারা হলেনঃ- ১। মোঃ ইমারত হোসেন। ২। মোঃ মিজানুর রহমান। ৩। নাজমা আজিজ।
১। কৃষক প্রশিক্ষণ প্রদান, ২। কর্মকর্তা/কর্মচারী প্রশিক্ষণ প্রদান, ৩। সার বিষয়ক সুপারিশ তৈরী, ৪। সার বিতরণ নীতিমালা তৈরী, ৫। সার বিপনন তদারকী, ৬। মাটি পরীক্ষা করণ, ৭। মাটি সনাক্ত করণ, ৮। ফসল ভিত্তিক বীজ উৎপাদন সহায়তা প্রদান, ৯। ফসল ভিত্তিক বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরনের পরামর্শ প্রদান, ১০। কীটনাশক বিপনন তদারকী, ১১। পরিমিত কীটনাশক ব্যবহারের পরামর্শ, ১২। কীটনাশক বিক্রয় লাইসেন্স প্রদান/নবায়ন, ১৩। বীজ বিক্রয়ের লাইসেন্স প্রদানের সুপারিশ, ১৪। সার বিক্রয়ের লাইসেন্স প্রদানের সুপারিশ, ১৫। খুচরা সার সনাক্তকরণ, ১৬। ভেজাল কীটনাশক সনাক্ত করণ, ১৭। ভেজাল কীটনাশক সনাক্তকরণ পরবতী পদক্ষেপ গ্রহণ। ১৮। বাৎসরিক ফসল উৎপাদন পরিকল্পনা তৈরী, ১৯। ফসলে সেচ প্রদান বিষয়ক তথ্য সরবরাহ (সস্পুরক সেচ AWD)
|
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
0
ইমারত হোসেন ,উপ সহকারী কৃষি কর্মকর্তা, অফিস
বালিয়াখোড়া ইউনিয়ন কমপ্লেক্স ( ব্লক অফিস)
বাষ্টিয়া, ঘিওর, মানিকগঞ্জ। মোবাইল নাম্বারঃ- ০১৭১০১৯৩৩১০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস