বালিয়াখোড়া ইউনিয়নে সার্বিক যোগযোগ ব্যাবস্থা অন্যান্য ইউনিয়নের হতে অনে ক ভাল। এই ইউনিয়নেরর গ্রাম সমুহের ভিতর দিয়ে বয়ে চলেছে অনেক কাচ পাকা রাস্তা এবং ইটের সলিংকরন রাস্তা। ইউনিয়ন পরিষদ ভবনটি ঢাকা -আরিচা মহাসড়কের হতে ১ কিঃ মিঃ উত্তরে অবস্থান করছে। মানিকগঞ্জ জেলা শহর হতে ঢাকা-আরিচা মহাসড়কের উপরদিয়ে বাস বা অন্য কোন যানবাহনযোগে ১০কিঃ মিঃ পশ্চিমদিকে এগিয়ে পুখরিয়া নামক বাসষ্ট্যান্ট নেমে রিক্সা যোগে ১ কিঃ মিঃ উত্তরে আসলে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন। অন্যদিকে আরিচা নদী বন্দর হতে বাস যোগে ১০ কিঃ মিঃ পুর্ব দিগে এগিয়ে পুখরিয়া নামক বাসষ্ট্যান্ট নেমে রিক্সা যোগে ১ কিঃ মিঃ উত্তরে আসলে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন। এটি উপজেলা হেড কোয়াটার হতে ৬কিঃ মিঃ পূর্ব দিগে অবস্থান করছে। টি উপজেলা হেড কোয়াটারে সাথে সড়ক পথে যোগাযোগ খুব ই ভাল। মাত্র ২০ মিনিট সময় প্রয়োজন হয় যেতে উপজেলা সদরে। যাই হোক না কেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের সাথে যো কোন স্থানের সাথে যোগাযোগ অনেক উন্নত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস