Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাচ-ছয়শত বছরের পুরোনো বটবৃক্ষ।
স্থান
কাউটিয়া বটবৃক্ষঃ-অবস্থানঃ--গ্রামঃ কাউটিয়া ,ইউনিয়নঃবালিয়াখোড়া ,উপজেলাঃঘিওর,জেলাঃমানিকগঞ্জ,বিভাগঃঢাকা।
কিভাবে যাওয়া যায়
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ জেলা শহরের সাত কিলোমিটার দক্ষিনে বানিয়াজুরী ষ্টেশন। এই ষ্টেশন হতে সোজা অটোরিক্সায় বসে জাবরা বাজার এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে এই কাউটিয়া বট গাছ।
বিস্তারিত

 এই বট গাছটি কথিত আছে পাচশত-ছয়শত বছরের পুরোনো বটগাছ। এই বটগাছটি প্রায় চার বিঘা  জমির উপর দাড়িয়ে আছে। এখন বর্ষাকাল বলে এই বটগাছটির ছবি ভাল ভাবে  পদর্শন করাতে পারা যায়নি। তবে যতদুর সম্ভম ভাল করে প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে।